Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুবি বাংলা বিভাগের ভাষা সাহিত্য পরিষদের নেতৃত্বে নূর উদ্দিন-মাসুদ

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ৮:২০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ভাষা সাহিত্য পরিষদের ২০২১-২২ বর্ষের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. নূর উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ আলম।

১৬ নভেম্বর বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. জি. এম. মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক ও প্রধান নির্বাচন কমিশনার ড. মো. মোকাদ্দেস-উল-আলম, সহযোগী অধ্যাপক, নির্বাচন কমিশনার ও বিভাগীয় ছাত্র উপদেষ্টা ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক ও নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্বাচিত কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত এই কমিটিতে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আকবর হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে- মো. লিটন মিয়া, ক্রীড়া সম্পাদক হিসেবে- তানভীরুল আবরার, প্রচার সম্পাদক হিসেবে- ওমর ফারুক, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেব- মো. রুবেল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে- নাইম মিয়া এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে- সালাহ্উদ্দিন নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, এই কমটি আগামী আগামী একবছর কার্যকর থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ