Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খুলনায় এনআইডি জালিয়াত চক্রের এক সদস্য গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ৮:১৫ পিএম

খুলনার রূপসা থেকে এনআইডি ও সনদ জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এ সময় তার কাছ থেকে জাল এনআইডি কার্ড, জাল সনদপত্র ও জাল কাগজপত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার (১৫ নভেম্বর) র‌্যাব এর হাতে গ্রেফতারকৃত জালিয়াতি চক্রের সদস্য হচ্ছে মোঃ সাকিল ফকির (২১)। সে রূপসার মোছাব্বারপুর গ্রামের মৃত মোস্তফা ফকিরের ছেলে।
র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব এর একটি টিম রূপসা এলাকায় একটি জালিয়াতি চক্রের সন্ধান পায়। যারা এনআইডি কার্ডসহ বিভিন্ন জাল কাগজপত্র প্রস্তুত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। সোমবার (১৫ নভেম্বর) আনুমানিক রাত পৌনে ১০টার দিকে র‌্যাব-৬ এর টিমটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপসা থানার সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে কম্পিউটারের দোকান থেকে মোঃ সাকিল ফকিরকে গ্রেফতার করে। এ সময় ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি কিবোর্ড, ১টি মাউস, ১টি স্কানার, ২টি ক্যাবল, ৩টি জাল সার্টিফিকেট, ১টি মোবাইল, ১টি সীম কার্ডসহ গ্রেফতার করা হয়। সাকিলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ মংগলবার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ