বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর সৈয়দপুর গোলাহাট বধ্যভূমি পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্মামী। সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তিনি বধ্যভূমি পরিদর্শনে আসেন। এরপর তিনি স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে পূস্পমাল্য অর্পন করেন। এ সময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি, নীলফামারী পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সারোআর আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক রাজকুমার পোদ্দার রাজু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেন্দ্র নাথ রায়, সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়সহ স্থানীয় শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।