পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাচন কোনো ইভেন্ট নয়, নির্বাচন হলো একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া বলে মন্তব্য করে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, আমরা যারা বাংলাদেশে কাজ করি, তাদের সবারই এখানে স্বার্থ আছে। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করছি না। তবে ওই জায়গা থেকে আমরা বাংলাদেশে মনিটরিং করবো। দেশটির স্টেকহোল্ডার হিসেবে দিন শেষে আমরা দেখতে চাই প্রতিটি ভোটার যে ভোট দিয়েছেন, তা গণনা করা হয়েছে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দৃষ্টি রাখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি। এ সময় তিনি ইউরোপের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা পাওয়া নিয়েও মন্তব্য করেন। চার্লস হোয়াইটলিা বলেন, জিএসপি পাওয়া কোনো পিকনিক নয়। অন্যান্য শর্ত পূরণের মাধ্যমে এটাও বাংলাদেশকে অর্জন করতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা মিয়ানমারের ওপর বেশ কয়েকটি ইস্যুতে অবরোধ আরোপ করেছি। রোহিঙ্গাদের যেন মিয়ানমার ফেরত নেয়, এ লক্ষে আমরা আন্তর্জাতিক চাপও অব্যাহত রেখেছি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সম্প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। এ নিয়ে সেখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশনের প্রেসিডেন্ট পান্থ রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক একে মঈনুদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।