Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জিম জোন্স’কে নিয়ে চলচ্চিত্রে লিওনার্ডো ডিক্যাপরিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

১৯৭৮ সালে গায়ানায় জিম জোন্স প্রতিষ্ঠিত জোন্সটাউনের গণআত্মহত্যার মর্মন্তুদ ঘটনার কথা ইতিহাস কখনও ভুলবে না। এই কথিত ধর্মযাজক জিম জোন্সকে নিয়ে ফিল্ম নির্মাণ হবে স্কট রোজেনবার্গের কাহিনীতে, এই ফিল্মে জিম জোন্সের ভূমিকায় অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্ডো ডিক্যাপরিও। পিপলস টেম্পল নামের এক ধর্মীয় সংগঠনের প্রতিষ্ঠাতা জোন্স তার অনুসারীদের আত্মহত্যায় প্ররোচিত করেন; তার কথে মানার কারণে ১৯৭৮ সালের নভেম্বরে জোন্সটাউনে নয় শতাধিক মানুষ প্রাণ হারায় সায়ানাইড মিশ্রিত পানীয় পান করে। বলা হয় জোন্স এবং তার ঘনিষ্ঠ সঙ্গীরা আত্মহত্যার পুরো ঘটনা নিয়ন্ত্রণ করে। এমজিএমের ব্যানারে ডিক্যাপরিও জেনিফার ড্যাভিসন তাদের এপিয়ান ওয়ে প্রডাকশনের হয়ে ফিল্মটি প্রযোজনা করবেন। ডিক্যাপরিওকে আগামীতে জেনিফার লরেন্সের সঙ্গে ‘ডোন্ট লুক ব্যাক’ ফিল্মে নেটফ্লিক্সে এবং মার্টিন স্করসেসির কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন’ ফিল্মে দেখা যাবে। ২০০১ সালে প্রতিষ্ঠিত এপিয়ান ওয়ে আলেয়ান্দ্রো ইনারিতুর অস্কার জয়ী ‘দ্য রেভনেন্ট’, স্করসেসের ‘দ্য উল্ফ অফ ওয়াল স্ট্রিট’, ‘দি এভিয়েটর’, ‘শাটার আইল্যান্ড’ এবং প্রামাণ্য ‘সি অফ শ্যাডোজ’ স্কট কুপারের ‘আউট অফ ফার্নেস’ এবং জর্জ ক্লুনির ‘দি আইডস অফ মার্চ’নির্মাণ করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ