বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর কোতোয়ালি থানার একটি মাদক মামলায় মিয়ানমারের নাগরিক মো. রফিকের ছয় বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি মো. রফিক কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নম্বর-ডি, ৩২৯ নম্বর রুমের বাসিন্দা। গত সপ্তাহে হাইকোর্ট থেকে জামিন নিয়ে রায় ঘোষণার সময় আদালতে হাজির হয়নি রফিক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৮ জানুয়ারি লালদীঘির পাড় থেকে দুই হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন রফিক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। ২০২০ সালের ৩ নভেম্বর চার্জ গঠন করা হয়। মামলায় ছয় জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।