বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাডভাইজরি কমিটির সভা আজ রোববার দুপুরে ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের ৭৩টি প্রকল্প প্রস্তাবনা পর্যালোচনা করে ৬২টি গবেষণা প্রকল্পের জন্য দুই কোটি ১ লাখ ৯০ হাজার টাকা অনুদান বরাদ্দ দেওয়া হয়। এটাই এযাবতকালের গবেষণা প্রকল্পের সর্বোচ্চ বরাদ্দ। ২০২১-২২ অর্থবছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে গবেষণা অনুকূলে প্রাপ্ত বরাদ্দের ভিত্তিতে এসব প্রকল্পে অনুদান প্রদান করা হয়। এসব গবেষণা প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ১-৩ বছর। সভায় কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেন আশা প্রকাশ করেন ভবিষ্যতে গবেষণা প্রকল্পে আরও বেশি বরাদ্দ পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নবীন-প্রবীণ গবেষকদের গবেষণায় নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ গবেষণা। গবেষণার মাধ্যমেই বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবনার পাশাপাশি দিক-নির্দেশনা দেওয়া হয়। তিনি গবেষণা অনুদানপ্রাপ্ত গবেষকদের গবেষণার সাফল্য কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।