Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে চুলার আগুনে বাড়ি পুড়ে ছাই

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ১০:০৮ পিএম

বিধবা মহিলা ম্রাসাং মারমা’র বাড়ি আগুনে পুড়ে ছাই। সূত্রে জানান ১১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। ম্রাসাং মারমা বলেন,গায়ের কাপড় ছাড়া আমার আর কোন কিছুই রইল না পরিবারের ৩ সদস্যদের নিয়ে কোথায় যাবো। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে, বড় ছেলে বড় ডলু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

ম্রাসাং মারমা মানিকছড়ি উপজেলার ৪নং তিনটহরী ইউনিয়ন ৬নং ওয়ার্ডে রেংগাপাড়া গ্রামের বাসিন্দা । যুব রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকছড়ি ইউনিট খাগড়াছড়ি ব্রাঞ্চের দল নেতা থোয়াইঅংপ্রু মারমা জানান, খরব পেয়ে উপজেলার যুব রেড ক্রিসেন্টের একটি টিম ওখানে গেলে প্রত্যন্ত অঞ্চল ও বাঁশের তৈরি বাড়ি হওয়ায় এলাকাবাসী পৌঁছার আগেই সমস্ত বাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। উদ্ধার করা যায়নি ঘরে থাকা হাঁস-মুরগীসহ বিভিন্ন আসবাব পত্র।

এলাকাবাসী, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্ট সদস্যরা তাৎক্ষণিক খাবার ও বস্ত্রের ব্যবস্থা করেন। ৬ নং ওয়ার্ডে মেম্বার মো. জাহাঙ্গীর বলেন,খরব পাওয়ার পরপরই তিনি ছুটে যান ঘটনাস্থলে। কিন্তু কোন কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। যানা গেছে, রান্না চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ