Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্তমান সরকার গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে

মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে।
গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে আওয়ামী লীগ জনগণের ভোটের পরিবর্তে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেরাই নিজেদের নির্বাচিত ঘোষণা করেছে। এখন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট নয়, দখলের মহোৎসব চলছে। সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচনেও একই ঘটনা ঘটেছে। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে আন্দোলন ছাড়া বিকল্প কোন পথ নেই।
তিনি গতকাল (শুক্রবার) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগরের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে অ্যাডভোকেট এম. এন মোস্তফা নূরকে চট্টগ্রাম মহানগরের সভাপতি ও অ্যাডভোকেট মামুন জোয়র্দ্দারকে সাধারণ সম্পাদক করে ২০২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ। প্রধান বক্তা হিসেবে অনলাইনে যুক্ত হন পার্টির সেক্রেটারি জেনারেল আব্দুল আওয়াল মামুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণতন্ত্র

২৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ