মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন এক প্রজাতির ডাইনোসরের সন্ধান মিলেছে যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলের আইল অব রাইট দ্বীপে। সেখানে প্রজাতিটি শনাক্ত করেন পিএইচডির শিক্ষার্থী জেরেমি লকউড। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথে গবেষণা করছেন। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রায় চার দশক আগে সন্ধান মিলেছিল এই ডাইনোসরের হাড়গোড়। এত দিন তা জাদুঘরে পড়ে ছিল। এখন গবেষণা করে দেখা গেছে, এগুলো নতুন এক প্রজাতির ডাইনোসরের হাড়। এর আগে যেসব ডাইনোসরের ফসিলের সন্ধান মিলেছে, সেগুলোর সঙ্গে এর মিল নেই। এটির নাক আগে সন্ধান পাওয়া প্রজাতিগুলোর তুলনায় বেশ লম্বা। নতুন প্রজাতির এই ডাইনোসর লম্বায় প্রায় আট মিটার। ওজন আনুমানিক ৯০০ কিলোগ্রাম। জেরেমি নতুন এই প্রজাতির নাম রেখেছেন ব্রাইস্টোনেয়াস সিমোনদসি। তার এই গবেষণা প্রতিবেদনটি জার্নাল অব সিস্টেমেটিক প্যালায়েনতোলজিতে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডাইনোসরের হাড়গুলো ১৯৭৮ সালে আবিষ্কার করা হয়েছিল। সেগুলো লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ও ইসলে অব রাইট দ্বীপের ডাইনোসর জাদুঘরে সংরক্ষিত ছিল। জেরেমি চার বছর ধরে এসব হাড়গোড় নিয়ে গবেষণা করছেন। করোনার বিধিনিষেধ চলাকালে খণ্ড খণ্ড হাড়গুলো পৃথকভাবে বিশ্লেষণ করে তিনি দেখতে পান, এটি আগে সন্ধান পাওয়া প্রজাতির চেয়ে ভিন্ন।
এই বিষয়ে জেরেমি বলেন, ‘এক শতকের বেশি সময় ধরে আমরা জানি ডাইনোসর মূলত দুই প্রজাতির। এগুলোর ২৩ কিংবা ২৪টি দাঁত রয়েছে। তবে নতুন এই প্রজাতির দাঁতের সংখ্যা ২৮। এটির নাকের আকারও বেশ বড় ও লম্বা। ছোট এই পার্থক্যগুলো নতুন প্রজাতিটিকে আগেরগুলোর থেকে আলাদা করেছে।’ উচ্ছ্বসিত জেরেমি আরও বলেন, ‘বিধিনেষেধের মধ্যে এর চেয়ে ভালো আবিষ্কার আর হয় না। নতুন এই প্রজাতি এটাই ইঙ্গিত করে যে আমাদের জানার বাইরেও একসময় বিশ্বে আরও প্রজাতির ডাইনোসর ছিল।’ সূত্র: স্কাই নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।