মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার আমির আলী হাজিজাদেহ বলেছেন, ইরানের ড্রোন এখন শত্রুদের চক্ষুশূল। শত্রুদের বহু বছরের অস্ত্র নিষেধাজ্ঞায় কোনো কাজ হয়নি বলে তিনি জানান।
ইরানের সামরিক কমান্ডার হাসান তেহরানি মুকাদ্দামের শাহাদাত বার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি আজ বৃহস্পতিবার এ কথা বলেন।
হাজিজাদেহ আরও বলেন, শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করতে চায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সীমিত করতে চায়। এ পরিস্থিতি আমাদের শক্তি ও সক্ষমতারই প্রমাণ বহন করে। শত্রুরা এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।
ইরানের বিরুদ্ধে ইসরাইলি হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ইসরাইলি হুমকির কোনো মূল্য নেই। তারা নিজেরাই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এ ধরণের কোনো অবৈধ রাষ্ট্র অন্যের বিষয়ে কথা বলার অধিকার রাখে না।
হাজিজাদেহ বলেন, ইহুদিবাদী ইসরাইলি নেতারা এটা ভালো করেই জানে যে তারা যুদ্ধ শুরু করতে পারলেও এর নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে এবং ইসরাইলের ধ্বংসই হবে যুদ্ধের চূড়ান্ত পরিণতি।
আইআরজিসি'র এই কমান্ডার আরও বলেন, ইসরাইল যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করে তাহলে দ্রুতই ইতিহাস থেকে মুছে যাবে তারা।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।