Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে ৮ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ২১জনের প্রার্থীতা প্রত্যাহার

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ৬:১১ পিএম | আপডেট : ৬:৩২ পিএম, ১১ নভেম্বর, ২০২১

আগামী ২৮ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন থেকে ৮জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, একজন সংরক্ষিত ও ১২ জন সাধারণ সদস্যসহ মোট ২১ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।

সন্ধ্যায় লালপুর উপজেলা নির্বাচন অফিস এই তথ্য নিশ্চিত করে জানান,‘চেয়ারম্যান পদে লালপুর ইউনিয়নে তহিদুল ইসলাম বাঘা, ঈশ্বরদী ইউনিয়নে শফিকুল ইসলাম শপন, কদিমচিলান ইউনিয়নে আব্দুল মান্নান, আবুল কাশেম, এবি ইউনিয়নে ইউসুফ হোসেন, দুয়ারিয়া ইউনিয়নে শরিফুল ইসলাম, দুরদুড়িয়া ইউনিয়নে ইদ্রিস আলী ও আব্দুল লতিফ মাস্টার তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ