বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোর চিনিকল এলাকায় অবৈধভাবে গুড় তৈরি করায় ২০টি পাওয়ার ক্রাসার জব্দ করা হয়েছে। মঙ্গলবার নাটোর চিনিকল এলাকায় রামশার কাজীপুরে অবৈধভাবে পাওয়ার ক্রাসার দিয়ে গুড় তৈরী করায় নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মিজানুর রহমান ও স্কোয়াড কমান্ডার রেজিনুর রহমান এক যৌথ অভিযান চালায়। দিনব্যাপী এই অভিযানে অবৈধভাবে চালিত ২০টি পাওয়ার ক্রাসার ও এর যন্ত্রাংশ জব্দ করা হয়। অবৈধভাবে আখ মাড়াই করে ভেজাল গুড় তৈরীর অভিযোগে সাদেকুল ইসলামকে পাঁচদিনের জেল ও শহীদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল্লাহ্ জানান, উৎপাদনকারী ব্যবসায়ীরা অতি মুনাফার লোভ দেখিয়ে অপরিপক্ত আখ পাওয়ার ক্রাসারে আখ মাড়াই করে গুড় উৎপাদন করায় আখ চাষীরা ক্ষতি সাধিত হচ্ছে। অন্যদিকে মিলের তদারকিতে উৎপাদিত আখ অবৈধভাবে পাওয়ার ক্রাসারে মাড়াই করার ফলে নাটোর চিনিকলে আগামী মাড়াই মৌসুমে আখ প্রাপ্তিতে ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো জানান,ওই এলাকায় এখনও আরো শতাধিক পাওয়ার ক্রাসার চালু রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।