বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির তৃণমূল নেতাদের নিয়ে গণসংযোগ ও মতবিনিময় করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সংসদ সদস্য ফখরুল ইমাম। বুধবার দিন ব্যাপি গনসংযোগ শেষে ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সংসদ সদস্য ফখরুল ইমাম দলকে সু-সংগঠিত করতে বুধবার ঢাকা থেকে নিজ এলাকা ঈশ্বরগঞ্জ আসেন। ওই সময় তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে শতশত মোটর সাইকেল শোডাউনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন। গনসংযোগ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি দলকে আরো সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সহ সভাপতি আনোয়ারুল হাসান খান সেলিম, আব্দুল মোতালেব ভূইয়া, আব্দুল আলী ফকির, নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ (মানিক) তালুকদার, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, মাইজবাগ ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ, উপজেলা যুব সংহতির সভাপতি আনোয়ার পারভেজ আশিক, সাধারণ সম্পাদক এইচ এম সারোয়ার, উপজেলা তরুন পার্টির সভাপতি তানভীর হাসান রাজীব, সাধারণ সম্পাদক সুমন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আতিকুর রহমান সুজন, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি মোহাম্মদ আলী সহ দলীয় নেতৃবৃন্দ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।