বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, মাস্ক, সাদা ফাইলসহ পরীক্ষার সময়ে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন উজালা ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার (১০ নভেম্বর) সদর উপজেলার পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-উজালা ফাউন্ডেশনের চেয়ারম্যান নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাসেম মোল্যা, শিক্ষক হারুন অর রশিদসহ এসএসসি পরীক্ষার্থীরা।
পরীক্ষার্থীরা জানায়, প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে এ ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করায় খুশি তারা। ভবিষ্যতেও যেন উজালা ফাউন্ডেশনের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকে। প্রসঙ্গত, আগামি ১৪ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।