Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ৪:৩০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে একটি পিকআপ (ঢাকা মেট্টো-১৫-৫২৭৯) থেকে ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।চট্রগ্রাম থেকে ঢাকাগামী একটি পিকাপভ্যানে ফেনসিডিল আসছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ত্রিপর্দী এলাকায় অভিযান চালায় হাইওয়ে পুলিশ।
এ সময় ওই পিকআপের চালক পিকআপটি রেখে পালিয়ে যায়৷ পরে পুলিশ পিকাপে তল্লাশি চালিয়ে ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্বার করে পিকআপটি জব্দ করা হয়৷কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ করিম খান এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ