বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন।
নিহতরা হলেন— অটোরিকশার চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০) ও যাত্রী বাউপুর গ্রামের মো. কলিমউদ্দিন (৭০), আজহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫) ও আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০)।
ওসি জানান, ত্রিশাল থেকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিলেন আব্দুস সাত্তার। এসময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি এক ট্রাক তার অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় আব্দুস সাত্তারসহ দুই জন নিহত ও চার জন আহত হন। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।