Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমিককে নিয়ে স্বামীর গলা কেটে হত্যার চেষ্টাঃ স্ত্রী গ্রেফতার

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১:০০ পিএম

রংপুরে প্রেমিককে নিয়ে স্বামীর গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে স্ত্রী শিউলি বেগমকে আটক করেছে পুলিশ। মুমূর্ষু অবস্থায় আহত স্বামী রমজান আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শিউলী বেগম বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করতেন। এক পর্যায়ে ওই ছাত্রাবাসে থাকা এক ছেলের সাথে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে একাধিকবার স্থানীয় ভাবে সালিস বৈঠকও হয়। স্বামী রমজান আলী বিষয়টি জানার পর থেকে শিউলী বেগমকে ওই ছাত্রাবাসে রান্নার কাজ ছেড়ে দিতে বলেন। কিন্তু শিউলি বেগম রান্নার কাজ ছাড়েননি। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিউলি বেগম তার পরকীয়া প্রেমিক তার ৭/৮ জন সহযোগি নিয়ে স্বামী রমজান আলীকে গোয়াল ঘরে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় রমজান আলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে শিউলির প্রেমিকসহ সহযোগীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় রমজান আলীর স্ত্রী শিউলি বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নতুন করে আর কাউকে আটক করা হয়নি। তবে তার সহযোগিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

Show all comments
  • Shahjahan ১০ নভেম্বর, ২০২১, ১:১৩ পিএম says : 0
    Well
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ত্রী

২৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ