Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেন-জিনপিং বৈঠক আগামী সপ্তাহে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১১:৪৬ এএম

আগামী সপ্তাহেই বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ভার্চ্যুয়াল বৈঠকটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে কি না, তা নিশ্চিত করে বলতে অস্বীকৃতি জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। ওয়াশিংটনের চীনা দূতাবাসও এ বিষয়টি নিশ্চিত করেনি।

তবে উভয় পক্ষ বলছে, বাইডেন ও সির মধ্যে একটি ভার্চ্যুয়াল বৈঠক আয়োজনের ব্যাপারে তারা একটি সমঝোতায় পৌঁছেছে। চলতি বছর শেষ হওয়ার আগেই বৈঠকটি আয়োজনে তারা সম্মত হয়েছে। গত মাসে সুইজারল্যান্ডে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও চীনের শীর্ষ কূটনীতিকের মধ্যে বৈঠকের পর এমন সিদ্ধান্ত হয়।

গত মাসে একাধিক সূত্র রয়টার্সকে জানায়, চীনের করোনা-সংক্রান্ত বিধিনিষেধের পাশাপাশি বাইরে ভ্রমণের ব্যাপারে সির অনাগ্রহের পরিপ্রেক্ষিতে দুই দেশের নেতার মধ্যে সরাসরি বৈঠকের পরিবর্তে ভিডিও কনফারেন্স আয়োজনের ব্যাপারে উদ্যোগী হয় ওয়াশিংটন। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জেন পিয়েরেকে গত সোমবার এই ভার্চ্যুয়াল বৈঠকের সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। কিন্তু তিনি সুনির্দিষ্ট কোনো সময় বলতে অস্বীকৃতি জানান। কারিন বলেন, এ নিয়ে আলোচনা চলছে।

করোনার উৎস, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, বাণিজ্যযুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা রয়েছে। এমন প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ পর্যায়ে ভার্চ্যুয়াল বৈঠক হতে যাচ্ছে। তবে এই বৈঠকের সম্ভাব্য ফলাফল নিয়ে বাইডেন প্রশাসনের প্রত্যাশা কম। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট

১৪ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ