Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন ব্রাদার্স, রানার্সআপ সিসিক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

ব্রাদার্স ইউনিয়ন আগেই হয়েছিল চ্যাম্পিয়ন। ছিল অপরাজিত। কিন্তু গতকালের ম্যাচে তাদেরকে অপরাজিত থাকতে দেয়নি মাদারবাড়ি উদয়ন সংঘ। তাদের কাছে ১-২ গোলে হেরেছে চ্যাম্পিয়ন চট্টগ্রাম ব্রাদার্স। দিনের অপর ম্যাচে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ৪-২ গোলে কাস্টম স্পোর্টস্ ক্লাবকে হারিয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্সআপ হওয়ার জন্য এ ম্যাচটি সিটি কর্পোরেশনের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তারা জয় পাওয়ার লক্ষ্যে নেমেছিল মাঠে। খেলা শুরু হওয়ার ৭ মিনিটের মাথায় কাস্টমসের জাহিদুলের দেয়া গোলে পিছিয়ে পড়ে সিটি কর্পোরেশন। এক গোলে পিছিয়ে পড়ে সিটি কর্পোরেশন মধ্যমাঠ আয়ত্তে রেখে প্রতিপক্ষ সীমানায় হানা দিয়ে বড় ব্যবধানে জয় পেলে খেলোয়াড়রা রানার্সআপের শিরোপায় মেতে উঠে। সিটি কর্পোরেশনের এনামুল ২টি, দিদার ও জিল্লুর ১টি করে এবং কাস্টমসের জাহিদল ও হাসান গোল করে এদিকে চ্যাম্পিয়ন ব্রাদার্স তাদের নিয়মিত ৪ জন খেলোয়াড় ছাড়া মাদারবাড়ির বিপক্ষে মাঠে নেমেছিল। চ্যাম্পিয়ন দলটি মনে করেছিল প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ জয় পাবে। কিন্তু তাদের সেই চিন্তা চেতনাকে নস্যাৎ করে দিয়ে মাদারবাড়ি প্রথমার্ধে সাকিব ও বিজয় গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে ব্রাদার্সের মিনহাজ একটি গোল পরিশোধ করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ