মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শহরের নাম বদলে অযোধ্যা হয়েছিল তিন বছর আগেই। যোগী রাজ্যে নামবদলের হিড়িকে এ বারে রাতারাতি বদলে গেল প্রায় দেড়শো বছরের পুরনো স্টেশনের নামও! ইতিহাসের ফৈজাবাদ স্টেশন হয়ে গেল অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন। ক্ষুব্ধ, বিস্মিত, বিরক্ত ওঁরা অনেকেই। প্রশ্ন তুলছেন ইতিহাসবিদদের একাংশ। কেউ কেউ আবার স্বাগতও জানাচ্ছেন। বছরের পর বছর যাঁরা ফৈজাবাদ স্টেশনে এবং স্টেশন লাগোয়া চত্বরে কাজ করছেন, সেই রিক্সাচালক, কুলি, বা ছোট দোকানীদের সমস্যা সবচেয়ে বেশি। তাঁদের প্রশ্ন, মাত্র ১০ কিলোমিটার দূরেই তো আরও একটা স্টেশন রয়েছে অযোধ্যা বলে। সেটাও বড় স্টেশন। তা হলে আরও একটা অযোধ্যা স্টেশন কেন? এতে তো বিভ্রান্তি বাড়বে। তাদেরই একজন, সাধু রাম। ১২ বছর বয়স থেকে স্টেশন চত্বরে কাজ করতে করতে এখন স্টেশন চত্বরেই রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বয়স ৫৫। ফৈজাবাদের নাম বদলে বিরক্ত সাধু রামের বক্তব্য, ‘‘নাম বদলানোর কোনও দরকারই ছিল না। অযোধ্যা স্টেশন আগে থেকেই আছে। এখন তো বিভ্রান্তি বাড়বে।’’ হচ্ছেও। তাতে সমস্যা বাড়ছে বই কমছে না। স্থানীয়দের তো বটেই, পর্যটকদেরও সমস্যা হচ্ছে। অযোধ্যা স্টেশনে নামার বদলে নেমে পড়ছেন ১০ কিলোমিটার দূরের অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে। আরও একজন, রাজেশ কুমার! স্টেশনেরই কুলি। নতুন নাম নিয়ে বিরক্ত তিনিও। ইতিমধ্যেই স্টেশনের বোর্ড বদলে, বড় বড় ফেস্টুন দিয়ে নাম বদলের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেই সব ফেস্টুনে বড় করে রামমন্দিরের ছবিও ছাপা হয়েছে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।