Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

 টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা ও বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শন করেছেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ৪:৩৩ পিএম

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলার জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তা গনের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো ঃ তাজুল ইসলাম এমপি। আজ সোমবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়মে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্মানিত অতিথি খুলনা ২ আসনের এমপি শেখ সালাউদ্দিন জুয়েল, বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লাহ খন্দকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধুর নিহত পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

মন্ত্রি পরে টুঙ্গিপাড়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত পাটগাতীর ঘাটলা, পানির প্লান্ট, বাসষ্ট্যান্ড সহ কয়েকটি উন্নয়ন মূলক প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ