বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেগমগঞ্জ থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃত সন্ত্রাসী মো.ইসমাইল (৪০) সে বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির শাহ আলমের ছেলে।
রোববার রাত দশটার দিকে র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্ণীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর আগে গতকাল রোববার দুপুরে র্যাব-১১ এর একটি দল বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাস্টার বাড়ি সংলগ্ন রাস্তার পাশে কবরস্থানের সামনে থেকে ইসমাইলকে আটক করে। এ সময় তাঁর হেফাজতে থাকা ১৫ টি কিরিছ এবং ১২টি ককটেল উদ্ধার করা হয়। আটকের পূর্বে সে ওই এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে বলে জানা যায়।
আটককৃত ইসমাইল এর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।