Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নোয়াখালীর চৌমুহনীতে ভিডিও ফুটেজ দেখে আরো এক আসামি গ্রেফতার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১০:৪৪ এএম

চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো এক আসামি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মোরশেদ আলম সবুজ (৩২) বেগমগঞ্জের ভূঁইয়া বাড়ির মৃত হাজী আব্দুল সামাদের ছেলে।


সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল রোমবার রাতে উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নোয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। চৌমুহনীতে সা¤প্রদায়িক হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে বিচারিক আাদালতে সোপর্দ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ