বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে সংঘবদ্ধ চোরাকারবারীদের পাচার করে আনা প্রায় ৪০ লক্ষাধিক টাকা মূল্যের এসএস পাইপ জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত পাইপ ও দুইটি ট্রলারসহ আটককৃতকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ১২টার দিকে মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের একটি টহল দল। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে দুইটি কাঠের নৌকায় থাকায় ২৩ পিচ এসএস পাইপ জব্দ করেন। ২০ ফিট লম্বার ২৩পিচ পাইপের ওজন সাড়ে তিনশত কেজি। যার মূল্য ৪০ লাখ ২৫ হাজার টাকা। জব্দকৃত পাইপ ও দুইটি কাঠের নৌকাসহ আটক ব্যক্তিকে রবিবার রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের গোয়েন্দা সূত্র জানায়, জব্দকৃত পাইপ বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পাচার করে আনে চোরাকারবারীরা। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।