বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের ছাতকে আন্ত:জেলার অন্যতম ডাকাত সদস্য ওয়ারিছ আলী (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ছাতক পৌর শহরের দক্ষিণ মন্ডলীভোগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের তেঘরী নোয়াগাঁও গ্রামের মৃত মখলিছুর রহমানের পুত্র। রোববার দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ছাতক থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান (পিপিএম) জানান, আন্ত:জেলার ডাকাত সদস্য ওয়ারিছ আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। তার বিরুদ্ধে সিলেটের বিশ্বনাথ থানায় ২টি, সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় ১টি এবং ছাতক থানায় ৫টিসহ মোট ৮টি ডাকাতি মামলা রয়েছে। ছাতক থানায় ৫টির মধ্যে ৪টি ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাত ওয়ারিছ আলীকে তিনি গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। অভিযানে সাথে ছিলেন, থানার এএসআই মিলাদ হোসেন, কনস্টেবল শরীফ উদ্দিন, বিজন দাসসহ একদল পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।