Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতিথি পাখির অপেক্ষা

| প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

শীতকাল এলেই অনেক হাওর-বাওর-পুকুর-জলাশয় ভর্তি হয়ে যায় পরিযায়ী বা অতিথি পাখিদের আড্ডায়। ঝাঁকে ঝাঁকে স্বাধীন মন নিয়ে তারা আকাশে উড়ে বেড়ায়। হাজার হাজার মাইল অতিক্রম করে আমাদের দেশে আসে পরিযায়ী পাখিরা। তাদেরকে দূর থেকে দেখলেও দুই চোখ জুড়িয়ে যায়। কত অপরূপ তাদের সৌন্দর্য। পালকগুলো তাদের নীল-লাল-খয়েরী। তারা তীব্র কোলাহল দিয়ে যেন হিম শিশির সিক্ত ঠাণ্ডায় খুব বেশি উঞ্চতা ছড়ায়। আমাদের অঞ্চলে প্রায় আড়াই হাজার প্রজাতির পাখি আসে। যাদের মধ্যে অনেকে আমাদের বঙ্গভূমিতেই অবস্থান করে। সেপ্টেম্বর থেকে আসতে শুরু করলেও প্রতিবার অক্টোবরে তাদের দেখা মেলে। এবার অক্টোবর পেরিয়ে গেলেও অনেকস্থানে এখনো দেখা মিলছে না পরিযায়ীদের। দীর্ঘ প্রায় পাঁচ মাস এই অঞ্চলটিতে তারা বসবাস করে। শীত শেষে মার্চের দিকে নিজ দেশে ফিরে যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও পাখিপ্রেমী মানুষেরা এবার বড় বিষণ্নতা অনুভব করছে। সবার আকাক্সক্ষা, প্রতিবারের মতোই এবারের শীতেও দেখা মিলবে অতিথিদের। আমরাও সেই অপেক্ষায় রইলাম।

রানা আহম্মেদ অভি
শিক্ষার্থী, উত্তরা বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন