পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দিনাজপুরের নবাবগঞ্জে বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, গত বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন সময় তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার উপজেলার নিরসা পলাশবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে হাফিজুল ইসলাম ও তার স্ত্রী ফেন্সী বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার সকালে বাড়ির অন্য লোকজন ঘুম থেকে উঠে পড়েন। কিন্তু হাফিজুল ও তার স্ত্রী ফেন্সি ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করতে থাকেন। এসময় কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন বিছানায় তাদের স্বামী-স্ত্রীর লাশ পড়ে আছে। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তাদের শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।