Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাম্পাসে পরিচ্ছন্নতা

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় (যেমন- অডিটোরিয়ামের সামনের রাস্তা, জব্বারের মোড়ের আশেপাশে, বোটানিক্যাল গার্ডেনের সামনের রাস্তার পাশে) ময়লা ফেলার জন্য ডাস্টবিন রয়েছে। এসব ডাস্টবিন রাস্তার পাশে দেওয়া হয়েছে, যাতে পথচারীরা সহজেই ময়লা ফেলতে পারে। কিন্তু অনেকে নির্ধারিত জায়গায় ময়লা না ফেলে যেখানে সেখানে ফেলেন। ফলে এসব ময়লা পঁচে দুর্গন্ধ ছড়ায় এবং ক্যাম্পাসের সুন্দর পরিবেশ নষ্ট হয়। এতে পথচারীদের চলাচলে কষ্ট হয়। আমরা সবাই যদি একটু সচেতন হয়ে ডাস্টবিনে ময়লা ফেলি তাহলে ক্যাম্পাসে একটি দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব। তাই যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত জায়গায় ময়লা ফেলতে জনসচেতনতা বৃদ্ধি করে ক্যাম্পাসের সুন্দর ও নির্মল পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শিলমুন নাহার মুন
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন