Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসরায়েলে ‘মিস ইউনিভার্স’-এর মূল আসর, যাচ্ছে না বাংলাদেশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১১:০১ এএম

চলতি বছরের ডিসেম্বরে ইসরায়েলের বন্দরনগরী এইলাটে বসতে চলেছে ‘মিস ইউনিভার্স’ সুন্দরী প্রতিযোগিতার ৭০তম আসর। ফলে এ আসরে কোনো প্রতিযোগী পাঠাচ্ছে না বাংলাদেশ। মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় কোনো প্রতিযোগীকে পাঠানো হচ্ছে না।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর পরিচালক শফিকুল ইসলাম। তিনি বলেন, আয়োজনের ভেন্যু হিসেবে ইসরায়েলের নাম জানার পর এ বছর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর নিবন্ধন কিংবা কোনো আয়োজন করা হয়নি। তবে ২০২২ সালে ‘মিস ইউনিভার্স’-এর ৭১তম আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানো হবে বলেও তিনি জানান।

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৯তম আসর বসেছিল যুক্তরাষ্ট্রে। সেখানেও অংশ নিতে পারেনি বাংলাদেশ। গত বছর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী হন তানজিয়া জামান মিথিলা। এতে প্রথম, দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন যথাক্রমে—ফারজানা ইয়াসমিন অনন্যা, ফারজানা আকতার এ্যানি। কিন্তু ভিসা জটিলতাসহ বেশ কিছু কারণে প্রতিযোগিতার মূল আসরে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেয় মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগতার প্রথম আসর বসে ২০১৯ সালে। ওই আসরে চ্যাম্পিয়ন হন শিরিন আক্তার শিলা। তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন সাবেক ‘মিস ইউনিভার্স’ ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। সেবার ‘মিস ইউনিভার্স’-এর ৬৮তম আসর বসেছিল দক্ষিণ কোরিয়ায়। সেখানে অংশ নিয়েছিলেন শিরিন শিলা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ