পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত থাকায় পরিবহন মালিকদের সংগঠনগুলোর নেতারা কৌশলী ভুমিকায় : কেন্দ্রীয়ভাবে না দিয়ে বিভাগ ও জেলা পর্যায়ে সংগঠনগুলোর ব্যানারে কর্মসূচি ঘোষণা সড়ক পরিবহন মালিক সমিতির বাস ভাড়া বাড়ানোর আবেদন : যাত্রীবাহী নৌযান মালিক সমিতি আজ বৈঠক ডেকেছে
স্টাফ রিপোর্টার
বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং ভারতে তেল পাচারের শঙ্কা থেকে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। গত ৩ নভেম্বর মধ্য রাতে কেরোসিন ও ডিজেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা লিটার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। অথচ পয়লা নভেম্বর থেকে ভারতে ডিজেল ও পেট্রলের দাম কমিয়েছে। এখন সড়ক পরিবহনে পণ্য ও যাত্রী ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন পরিবহন মালিকরা। ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় পরিবহন মালিকদের সংগঠনগুলোর নিজেরা ধর্মঘটের ঘোষণা না দিয়ে কৌশলী ভ‚মিকায় অবতীর্ণ হয়েছেন। তারা আঞ্চলিক পর্যায়ের সংগঠনগুলোকে দিয়ে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করছেন।
গণপরিবহনসহ সব ধরনের পরিবহনে ভাড়া না বাড়ানোয় আজ শুক্রবার থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু হবে বলে ঘোষণা দেয়া হয়েছে বিভিন্ন পরিবহন সংগঠনের পক্ষ থেকে। এর আগেই গতকালই ২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারা দেশে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাংক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। ভাড়া বৃদ্ধির দাবিতে রাজশাহী জেলা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। চট্টগ্রামেও জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে। বিভিন্ন বিভাগ ও জেলার বাস মালিক সমিতিগুলো নিজেদের মতো করে ধর্মঘটের ডাক দিয়েছে। যাত্রীবাহী নৌযান মালিক সমিতি আজ বৈঠক করে ধর্মঘট কর্মসূচিতে শামিল হবে বলে জানা গেছে। তবে বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, বামপন্থী ও ইসলামী ধারার অধিকাংশ রাজনৈতিক দল হঠাৎ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ করছেন। তারা বলেন, এই মূল্যবৃদ্ধিতে প্রতিটি পণ্যের মূল্য বাড়বে। জনজীবনে চরম বিপর্যয় নেমে আসবে বলে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন তারা।
জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, জ্বালানির দাম বাড়াতে সামষ্টিক অর্থনীতিতে কিছুটা প্রভাব তো ফেলবেই। আন্তর্জাতিক বাজারে যেহেতু দাম বেড়েছে পাশাপাশি আমাদের পাশের দেশ ভারতেও এর দাম বাড়িয়েছে। তবে আমাদের এখানে সমন্বয়টা করতে হবে আস্তে আস্তে বাজারের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে। কেরোসিনের দামটা আর একটু কম হলে ভালো হতো, যেহেতু এ তেলটা কম আয়ের মানুষ ব্যবহার করে থাকে। সরকার যেটা করেছে সামষ্টিক অর্থনীতির চাপ কমাতে, এতে সরকারের আর কোনো উপায় ছিল না। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ সাংবাদিকদের বলেন, আমরা কোনো পরিবহন ধর্মঘটের ঘোষণা দেইনি। তবে পরিবহন মালিকরা গাড়ি চালাতে চাইছেন না।
গণপরিবহন মালিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের বেশির ভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক। সে কারণে তারা সরাসরি ধর্মঘটের মতো কর্মসূচি দিলে সরকার বিব্রতকর অবস্থায় পড়বে, তাই কৌশলী অবস্থানে দেখা গেছে। কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি না দিয়ে আঞ্চলিক সংগঠনগুলোর মাধ্যমে দাবি আদায় করতে চাচ্ছেন। পাশাপাশি অলিখিতভাবেই রাস্তায় গাড়ি কমিয়ে সরকারের চাপ সৃষ্টির কৌশল নিয়েছেন। তবে ইতোমধ্যেই ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-গাজীপুরে রুটের কিছু কিছু বাসে ঘোষণা ছাড়াই ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে। ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের ড্রাইভার-হেলপারদের মধ্যে বিতন্ডা হতে দেখা গেছে। বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুস্তম আলী খান বলেছেন, এই অযৌক্তিক দাম বৃদ্ধি মানব না। ভারতে ডিজেলের দাম কমিয়েছে অথচ আমাদের দেশে দাম বাড়ানো হলো। দাম না কমালে ট্রাক মালিকরা তাদের ট্রাক রাস্তায় নামাবে না।
জানতে চাইলে তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ এ বি মির্জা মো. আজিজুল ইসলাম বলেন, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় ব্যবসা বাণিজ্য ও ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে। ডিজেল যেহেতু এনার্জি সোর্স কাজেই অনেক জায়গায় খরচ বাড়বে। কেরোসিন সাধারণ ভোক্তাদের কিছুটা অস্বস্তিতে ফেলবে।
জানা গেছে, অতীতে যখনই জ্বালানি তেলের দাম বেড়েছে, ঘোষণা ছাড়াই গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে বাড়তি দাম নিতে দেখা গেছে। আবার সরকার বেঁধে দেয়া দরের চেয়ে বাড়তি ভাড়া নেয়ার কমন অভিযোগ উঠেছে গণপরিবহনের বিরুদ্ধে। বলা চলে দীর্ঘদিন ধরেই ভাড়ার ক্ষেত্রে নীরর নৈরাজ্য চলছে। অনেক বলেও সুরাহা না হওয়ায় কথা বলা ছেড়ে দিয়েছেন যাত্রীরা। ভুক্তোভোগীরা বলছেন, ডিজেলের এই মূল্যবৃদ্ধি গণপরিবহনের ভাড়ার পাশাপাশি পণ্য পরিবহনেও ব্যাপক প্রভাব ফেলবে। ট্রাক ভাড়াও বেড়ে যাবে অনেক। এতে অগ্নিমুখ কাঁচাবাজারকে আরো অস্থির করে তুলতে পারে।
বাস ভাড়া বাড়ানোর আবেদন : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সিমিতি। গতকাল বৃহস্পতিবার সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ স্বাক্ষরিত আবেদনপত্রে এ দাবি জানানো হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে ওই পত্র পাঠানো হয়।
এতে উল্লেখ করা হয়, গত ৮ বছর ধরে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর দূরপাল্লার রুটে বাস ভাড়া বাড়ানো হয়নি। কিন্তু গাড়ির চেচিস, টায়ার-টিউব ও খুচরা যন্ত্রাংশের দাম বেড়েছে। ফি বাড়ানো হয়েছে। এতে গাড়ি পরিচালনা খরচ বেড়েছে। তাছাড়া করোনাকালে মালিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে দেউলিয়া হয়েছেন।
ওই আবেদনে আরো বলা হয়, এই পরিস্থিতিতে বারবার ভাড়া বাড়ানোর জন্য আবেদন করা হলেও বাড়ানো হয়নি। তাছাড়া সরকারের জ্বালানি মন্ত্রণালয় ৩ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেলের মূল্য প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে তেলের অতিরিক্ত মূল্য পরিশোধে হিমশিম খেতে হবে। ভাড়া না বাড়ালে বাস পরিচালনা করা সম্ভব হবে না। তাই দ্রæত ভাড়া বাড়ানোর ব্যবস্থা নিতে অনুরোধ করছি।
সারাদেশে পণ্য পরিবহন বন্ধ : জ্বালানি তেলের দাম এবং সেতুতে টোল বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার সকাল ৬টা থেকে সারাদেশে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুস্তম আলী খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে বঙ্গবন্ধু সেতু এবং মুক্তারপুর সেতুর টোল বৃদ্ধি করেছে। এর একদিন পর হঠাৎ করেই জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়িয়েছে। যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, সেখানে দাম বেড়েছে বাংলাদেশে। এসব সিদ্ধান্তের প্রতিবাদে ট্রাক-কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে। ট্রাক মালিকরা অযৌক্তিক মূল্যবৃদ্ধি মানেন না। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
তিনি আরো বলেন, এর আগে যতবারই ডিজেল ও কেরোসিনের দাম বেড়েছে তার আগে একাধিক বৈঠক হয়েছে। মূল্যবৃদ্ধির যৌক্তিকতা আছে কি না তা তুলে ধরা হয়েছে। প্রয়োজনে দাম বাড়লেও তা ছিল সামান্য পরিমাণে। এবার একেবারে ঘোষণা দিয়ে অস্বাভাবিক হারে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এর আগে সরকার বলেছিল, ভর্তুকি পুষিয়ে নিতেই জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে না। অথচ তখনও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেক কম ছিল। এখন কী কারণে জ্বালানি তেলের দাম বাড়ল তা কারো জানা নেই। তিনি জানান, গত ২ নভেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর ও যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুতে টোল বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়।
ভারতে দাম কমিয়েছে : ভারতের কেন্দ্রীয় সরকার পেট্রল এবং ডিজেলের ওপর আরোপিত আবগারি শুল্ক কমিয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি অনুযায়ী, প্রতি লিটার পেট্রলে শুল্ক কমানো হয়েছে ৫ রুপি এবং লিটারপ্রতি ডিজেলে শুল্ক কমানো হয়েছে ১০ রুপি। সরকারি শুল্ক হ্রাস করার ফলে স্বাভাবিকভাবেই দেশটির খুচরা বাজারে কমবে পেট্রল-ডিজেলের দাম। আসন্ন দীপাবলী উৎসব উপলক্ষে জনগণের প্রতি ‘উপহার’ হিসেবে শুল্ক হ্রাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আবগারি শুল্ক কমানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারদের এই মর্মে আহবান জানানো হয়েছে- ক্রেতাদের ওপর চাপ কমানোর স্বার্থে পেট্রল ও ডিজেলের ওপর আরোপিত মূল্য সংযোজন করও (ভ্যাট) যেন কমানো হয়।
ভারতে ২০১৯ সাল থেকে বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম। ২০১৯ সালে প্রথমবার পেট্রলের দাম লিটারপ্রতি বাড়ে ২৬ রুপি। পরের বছর ২০২০ সালে তা আরো বেড়ে পৌঁছায় ৩৪ রুপিতে। একই সময়ে ২০১৯ সালে লিটারপ্রতি বাড়ে ২৫ রুপি এবং পরের বছর তা আরো বেড়ে পৌঁছায় ২৯ দশমিক ৫ রুপিতে।
কেন্দ্রীয় সরকারের এই নতুন পদক্ষেপের পর ভারতের খুচরা বাজারে প্রতি লিটার পেট্রল ও ডিজেল কত দামে বিক্রি হবে, তা অবশ্য জানা যায়নি।
কৃষি অর্থনীতিভিত্তিক ভারতের বিস্তীর্ণ এলাকার কৃষিকাজ সেচনির্ভর। পেট্রল-ডিজেলের ওপর সরকারি শুল্ক হ্রাসের ফলে দেশটিতে সবচেয়ে বেশি উপকৃত হবেন কৃষকরা।
দাম বাড়ানোর বিজ্ঞপ্তি : এর আগে গত ৩ নভেম্বর মধ্য রাতে জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ‘লোকসান কমাতে’ দেশের বাজারেও এই জ্বালানির তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল ও কেরোসিনের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমবর্ধমান। বিশ্ববাজারে ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে। গত ১ নভেম্বর ভারতে ডিজেলের বাজার মূল্য প্রতি লিটার ১২৪.৪১ টাকা বা ১০১.৫৬ রুপি ছিল। অথচ বাংলাদেশে ডিজেলের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা অর্থাৎ লিটারপ্রতি ৫৯.৪১ টাকা কম। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার শুধু ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনঃনির্ধারণ করেছে।
বৈঠকে বসছেন লঞ্চ মালিকরা : জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর কারণে ব্যয় বেড়েছে পরিবহন মালিকদের। এ কারণে যাত্রীবাহী নৌযানের ভাড়া বৃদ্ধির বিষয়ে সভা ডেকেছে যাত্রীবাহী নৌযান মালিক সমিতি। আজ শুক্রবার পুরানা পল্টনস্থ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সচিব মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি জানান, লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। শুক্রবার এ বিষয়ে বৈঠক হবে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।