Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পণ্য ও গণপরিবহন বন্ধের ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ৬:২৪ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে সব ধরনের গণপরিবহন ও পণ্যপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে মালিক ও শ্রমিক সংগঠন। আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল বলেন, বিভিন্ন সময় আমাদের ১০ দফা দাবি ছিল, যেগুলো পূরণ করা হয়নি। এর মধ্যে হুট করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এভাবে মালিক-শ্রমিকদের পক্ষে গাড়ি চালানো খুব কষ্টকর।
এর প্রভাব পড়বে ভাড়ায়। কিন্তু ভাড়া বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি। অতীতে বিআরটিএ’র ট্যাক্স-টোকেন ফি কয়েকগুণ বাড়ানো হয়েছিল। তা আর কমানো হয়নি। কোনো দাবি মানা হয়নি। তারমধ্যে এভাবে তেলের দাম বাড়ালে গাড়ি চালানো সম্ভব নয়। # র ই সেলিম ০২/১১/২১ইং



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘোষণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ