বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর জাবেদ হোসেন হত্যা মামলার পলাতক প্রধান আসামী বিদেশ ফেরত মঞ্জুর হাসানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। ২০১৯ সালের ১০ আগষ্ট উক্ত হত্যাকান্ডের পর সে মালয়েশিয়া পাড়ি জমায়। গত রোববার রাতে ঢাকার বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার দিলালপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
জানা যায়, জাবেদ হোসেন ২০১৯ সালের ১০ আগষ্ট শনিবার রাতে হিরারকান্দা গ্রামের আব্দুল করিমের ভাড়াটিয়া আচার ব্যবসায়ী কবির মিয়ার কাছ থেকে পাওনা টাকা আনতে যায়। এ সময় জাবেদ হোসেনের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মঞ্জুর হাসান ও তার ভাই আবু সাইদ দলবল নিয়ে কবিরের ঘরে ঢুকে রামদা দিয়ে কুপিয়ে তাকে গুরতর আহত করে। তখন তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে ওইদিন রাত ১২টায় তার মৃত্যু ঘটে।
মামলার বাদী ও জাবেদ হোসেনের বাবা আব্দুর রহমান বলেন, আসামীরা জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। থানায় সাধারণ ডায়রি করার পরেও তাদের দৌরাত্ম কমেনি। আসামী আবু সাইদ মালয়েশিয়া থেকে মোবাইল ফোনে আমাদের হুমকি দিচ্ছে। আমরা আতংকে দিনাতিপাত করছি। যে কোন সময় আমাদের পরিবারের উপর হামলা করতে পারে।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, জাবেদ হোসেন হত্যা মামলার অন্যতম আসামী মঞ্জুর হাসান। হত্যাকান্ডের পর সে মালয়েশিয়া চলে যায়। দেশে আসার খবর পেয়ে কৌশলে তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।