বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় নদী রক্ষা কমিশনের একটি জরীপ দল স্থানীয়ভাবে দখলকৃত চাকিরপশার নদী উদ্ধারে সরজমিনে পরিদর্শনে এসেছেন। বুধবার দুপুরে ৫ সদস্যের দলটি তিস্তা নদীর উপনদী চাকিরপশারের প্রবেশ মুখ থেকে জরীপের কার্যক্রম শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন নদী রক্ষা কমিশনের গঠিত টিমের আহবায়ক অতিরিক্ত সচিব সৈয়দ মো. মতলুবুর রহমান, পানি বিশেষজ্ঞ সাজেদুর রহমান, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের ডীন ড. তুহিন ওয়াদদু, রাজারহাট উপজেলা সহকারি ভূমি কমিশনার আকলিমা মুন্নি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসাস প্রমুখ।
উল্লেখ্য, চাকিরপশার নদীর দুইপাড় স্থানীয়রা বিভিন্নভাবে দখল করে সংকুচিত করে ফেলে। ফলে এর পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় সচেতন নাগরিকদের নদী বাঁচাও আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিষয়টি সরকারের নজরে আসে। এর ফলশ্রুতিতে চাকিরপশার নদী দখল মুক্ত করতে জাতীয় নদী রক্ষা কমিশন স্থানীয় প্রশাসনকে কয়েক দফা চিঠি পাঠান। এরপর নান কারণে নদী দখল মুক্ত না হওয়ায় জাতীয় নদী রক্ষা কমিশন বিশেষ জরীপ টিম গঠন করে পাঠালে এই টিম বুধবার থেকেই তাদের জরীপ কার্যক্রম শুরু করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।