বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুঠিয়ায় আগুনে পুড়ে একটি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত্রি সোয়া ১১টার সময় পুঠিয়া ত্রিমোহনী বাজারের তাহেরপুর মোড়ের শেখ মার্কেটের মমিন কনফেকশনারির দোকানে এ আগুন লাগার ঘটনা ঘটে। কনফেকশনারির মালিক মোমিন শেখ বলেন, গতকাল মঙ্গলবার রাত্রিতে আমি আমার দোকানে বেচাকেনা শেষে কনফেকশনারির দোকানটি বন্ধ করে বাড়ি চলে যাই। রাত্রি সোয়া ১১টার সময় কনফেকশনারির পশ্চিমের গ্রামীন ট্রাভেন্সে থাকা লোকজন আমার কনফেকশনারির দোকানে ধোঁয়া বের হতে দেখে পুঠিয়া ফায়ারসার্ভিসকে খবর দেয়। খবর পয়ে পুঠিয়া ফায়ারসার্ভিস কর্মীরা দোকানের সার্টারের তালা ভেঙ্গে আগুন নেভাতে সক্ষম হয় কিন্ত ততক্ষণে আমার দোকানে থাকা দুইটি ফ্রিজ ও দোকানের মালামাল পুড়ে ভষিভুত হয়ে হয়ে যায়। এতে দোকানে থাকা প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে পুঠিয়া ফায়ারসার্ভিস ওয়ার হাউস ইন্সপেক্টর আরিফুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে এ আগুনের সুত্রপাত হয়েছে। তবে সময়ত এ আগুন নিয়ন্ত্রণ না করতে পারলে মার্কেটের বেশ কয়েকটি দোকান এতে ক্ষয়ক্ষতি হতে পারতো বলে এ কর্মকর্তা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।