পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী ও টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।
ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলেন ফিরোজ মোর্শেদ (৩৫) ও তৌহিদুল ইসলাম (২৪)। তারা গাজীপুরের নয়পুর থেকে গ্রামের বাড়ী জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়ায় যাচ্ছিল।
নিহতদের মধ্যে ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকসে চাকরি করে। তার ছোট ভাই তৌহিদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত কয়েক দিন আগে সে বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় ভাইয়ের বাসায় এসেছিল। গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। ত্রিশাল থানার ওসি: মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীরা মারা যায়। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে।
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার জানান, সংবাদপত্র পরিবহন সংস্থা চাদনী পরিবহনের মাইক্রোবাস চালক লিটন (৫৫) গতকাল ভোররাত তিনটার দিকে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। একইদিনে আরেকটি সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত মিশুক বাহনের তিন যাত্রী নিহত হয়েছে।
প্রতিদিন ঢাকা থেকে সকল জাতীয় দৈনিক পত্রিকা চট্টগ্রাম ও কক্সবাজারে পৌঁছে দিতেন মাইক্রোবাস চালক লিটন।
ময়নামতি হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম বলেন, চট্টগ্রামগামী পত্রিকাবাহী মাইক্রোবাসটিকে প্রথমে পেছন থেকে একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দেয়, পরে মাইক্রোবাসটি সামনের অপর একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা চালক লিটনসহ অন্যরা আটকা পড়ে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের কুমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চালক লিটন মারা যায়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে একইদিন সকাল সোয়া ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বিপুলাসার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন মনোহরগঞ্জের বিপুলাসার ইউনিয়নের শাকচাইলের সাইমা মুন্তাহা (২২), রুহুল আমিন (৬৫) ও সেফালী আক্তার (৫৫)।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া ব্রিজের নিকট নছিমনের এক্সেল ভেঙে গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে মুরাদ বিশ্বাস (২৩) নামে এক চালক ঘটনাস্থলেই নিহত হয়। মুরাদ দাদপুর ইউনিয়নের পূর্বভারদি গ্রামের আকুব্বর বিশ্বাসের ছেলে।
দুমকি (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, লেবুখালীতে সদ্য উদ্বোধন হওয়া পায়রা সেতুতে বেপরোয়া গতিতে চালানো দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় লেবুখালী (পায়রা) সেতুর দক্ষিণ পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান শাহরিয়ার (১৩) পটুয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর লুৎফর রহমান শাহরিয়ারের ছেলে।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রিপন খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা পৌনে এগারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সদরের পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকী গ্রামের নয়েজ খানের ছেলে। গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানান, রিপন খান মহাসড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইলের দিক থেকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে আইল্যান্ডে গিয়ে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের আবেদনে আইনী পক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।