Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামপালে প্রথমবার মহিলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৭:৪০ পিএম

বাগেরহাটের রামপাল উপজেলার স্থগিত ৫নং রাজনগর ইউনিয়নপরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের নির্বাচনে বেসরকারী ফলাফলে ৫ হাজার ৪০৯ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতানা পারভীন (নৌকা) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস এম বদরুল আলম হিরু (মোটরসাইকেল) পেয়েছেন ১ হাজার ৯২০ ভোট। এর মাধ্যমে রামপালে প্রথমবার কোন মহিলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে নির্বাচিত হলেন ।
আজ মঙ্গলবার (২ নভেম্বর ) সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এর আগে প্রথম দফা ইউপি নির্বাচনে এই ইউনিয়নে সরদার আঃ হান্নান ডাব্লু নৌকা প্রতিকের মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু নির্বাচনের আগে তিনি মারা গেলে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়। পরে নতুন তফসিল ঘোষণার মাধ্যমে এখানে নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হয়। প্রয়াত আঃহান্নান ডাব্লু’র স্ত্রী সুলতানা পারভীনকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন জানান শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজয়ী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ