Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় বিভাগ কাবাডির চ্যাম্পিয়ন মেঘনা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৭:১২ পিএম

দ্বিতীয় বিভাগ কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার মেঘনা কাবাডি ক্লাব। মঙ্গলবার ঢাকা জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪৫-১৯ পয়েন্টে মৌলভীবাজারের শাহ মোস্তফা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেঘনা কাবাডি ক্লাবের আসলাম সাজা (শ্রীলঙ্কা) এবং টুর্নামেন্টে সেরা খেলোয়াড় একই দলের লাহিড়ু কুশালা বান্দারা কুরুপ্পু (শ্রীলঙ্কা)।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রেসাল মাহমুদ এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবাডি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ