Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

বেগমগঞ্জে ইউপি প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

বেগমগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনে সকলের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় চৌমুহনী পৌরসভা অডিটরিয়ামে নির্বাচন সমন্বয়ক বিমলেন্দু কিশোর পালের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান। উপজেলা প্রশাসন আয়োজনে মতবিনিময় সভায় জেলা, উপজেলা কর্মকর্তাগণ ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম। প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রশাসনের কর্মকর্তাগণ জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছেন তারা। কোনো অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ