বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর উত্তর কাট্টলী টোল রোড এলাকা থেকে সজীব নামে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন, বিয়ে করানোর কথা বলে টোল রোড এলাকায় নিয়ে সজীবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য জানান পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা। গত ২৭ অক্টোবর টোল রোড থেকে অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তার লাশের পরিচয় শনাক্ত করা হয়। পরিচয় শনাক্তের তিন দিনের মাথায় খুনিকে গ্রেফতার করা হয় । গ্রেফতার নুরুল আমিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন। স্বামী-স্ত্রীর মধ্যে বাধা হয়ে দাঁড়ানোর কারণে বিয়ের কথা বলে ডেকে নিয়ে সজীবকে হত্যা করেন বলে স্বীকার করেছেন নুরুল আমিন। এ কাজে তাকে শাজাহানসহ তিন জন সহযোগিতা করেছেন। পরে আকবর শাহ এলাকা থেকে শাজাহানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে পিবিআই কাজ করছে । জানা গেছে নুরুল আমিন অভিমান করে স্ত্রীকে তালাক দেয়। তার ধারণা ছিল অভিমান ভুলে সে আবার ফিরে আসবে। কিন্তু তালাক দেওয়ার পর সজীবের সাথে আগের সম্পর্ক আরো গভীর হতে থাকে। এ কারণে সজীবকে হত্যারপরিকল্পনা করেন নুরুল আমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।