Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ-সমাবেশ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ৩:৫৮ পিএম

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১অক্টোবর) সকাল ১১ টায় ফরিদপুর জেলা কোর্ট চত্ত্বরে ফরিদপুর জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাসান জাফর তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মহিদুর রহমান ,অর্থ বিষয়ক সম্পাদক রাহাতুল ইসলাম রিঙ্কু, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত বক্তাগণ বলেন,গত ২৬ অক্টোবর বিএনপির নয়াপল্টনস্থ কার্যালয়ের সামনে কৃষক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং কৃষকদল নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করেন। তারা অবিলম্বে কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাসান জাফর তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ