মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ পাঁচ মাস পরে আজ রোববার (৩১ অক্টোবর) চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। তবে আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন। সামাজিক দূরত্ব মেনে ট্রেনে চলাচলের নির্দেশনা থাকলেও তা মানা নিয়ে সংশয় দেখা গেছে।
যাত্রীদের দাবি, ৫০ শতাংশ যাত্রীর ট্রেনে ওঠার কথা থাকলেও বহু ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না। আগের মতো ট্রেনে উপচেপড়া ভিড়। সঠিকভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। বেশিরভাগের মুখে মাস্ক নেই। কর্মকর্তাদের তৎপরতাও কম।
জানা গেছে, বেশিরভাগ অফিস বন্ধ থাকায় যাত্রী সংখ্যা প্রথম দিনে কম। আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ট্রেনে যাত্রীসংখ্যা আরও বাড়ছে। সেক্ষেত্রে কর্মব্যস্ত দিনে রাজ্য সরকারের নির্দেশনা মানা নিয়ে উদ্বিগ্ন সবাই। ভিড়ের ছবি কিছুটা হলেও আতঙ্ক বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে সংক্রমণ এড়াতে খুব প্রয়োজন ছাড়া লোকাল ট্রেনে যাতায়াত না করার পরামর্শ বিশেষজ্ঞরা।
এর আগে গত মে মাসে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করলে রাজ্যের তরফে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। তাতে বিপাকে পড়েন হাজার হাজার অফিসযাত্রী। ক্ষুব্ধ হয়ে কয়েকবার অবরোধ-বিক্ষোভে শামিল হন বহু মানুষ। তা সত্ত্বেও বারবারই নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়, করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কোনোভাবেই লোকাল ট্রেন চালানো সম্ভব নয়। সেই সময় রাজ্যের তরফে বলা হয়, লোকাল ট্রেন চালু হলে আরও বাড়তে পারে।
পশ্চিমবঙ্গে লোকাল ট্রেনে প্রতিদিন লাখ লাখ মানুষ হাওড়া ও শিয়ালদহ শাখা দিয়ে যাতায়াত করেন। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গেও তারা লোকাল ট্রেন চালানোর জন্য তৈরিই ছিল। এখন রাজ্য সরকার বিধিনিষেধ তুলে নেওয়ায় লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার প্রস্তুতি শুরু হয়েছে। সূত্র : আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।