বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯৭ টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি¦ ঝিনাইদাহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭ ভোট।
শুক্রবার সন্ধায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন ও উপনিবন্ধক সমবায় অধিদপ্তর মো. কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
সভাপতি পদের অন্য দুই প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ এসএম কবীর মাছ প্রতীকে পেয়েছেন ৩৯ ভোট এবং আব্দুর রউফ শাহিন বাঘ মার্কায় পেয়েছেন ৪ ভোট। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মতিঝিলে ভোট অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের ২১৩ জন সমবায়ী ভোটারের মধ্যে ২০৩ জন ভোটার তাদের ভোট প্রদান করে।
খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সাবেক সভাপতি ও মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ লি.) টাঙ্গাইলের প্রতিনিধি হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হলিদ্রাচালা গ্রামে।
এদিকে সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল নির্বাচিত হওয়া তাঁকে অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ামর্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ প্রমুখ। # মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর, ২৯-১০-
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।