Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

 মাগুরায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ১৫ জন

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ৫:৪৮ পিএম

মাগুরা - ঝিনাইদহ মহাসড়কের সাইত্রিশ এলাকায় শুক্রবার বিকেলে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে বাসের যাত্রী সদরের হাজরাপুর গ্রামের আকবর মোল্যার ছেলে আবুল কাশেম এর পরিচয় পাওয়া গেছে। অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান- বিকাল ৩টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহ যাওয়ার সময় জনতা পরিবহনের একটি লোকাল বাস এর সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতীর একটি সবজি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাক দুটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ