Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুজরাটের গোধরায় বাস-ট্রাক সংঘর্ষে ৫ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের গোধরা-দাহোদ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে ৫ জনের প্রাণহানি ও ২১ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার একটি গ্রামের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ পরিদর্শক এম বি মাচার বলেন, দ্রুতগামী বাসটি পঞ্চমহলের ওরওয়াদা গ্রামের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি পঞ্চমহল জেলার গোধরা থেকে দাহোদ যাচ্ছিল। তিনি বলেন, বাসের অধিকাংশ যাত্রী দাহোদের বাসিন্দা। বাসটিতে পার্শ্ববর্তী মধ্যপ্রদেশেরও অনেক যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ২১ জন আহত হন। গোধরা সরকারি হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। তিনি বলেন, গোধরা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গোধরা-দাহোদ মহাসড়কে ওরওয়াদা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছে। শিশু দুটির বয়স ৫ বছর ও ১২ বছর। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- অমিত গানাওয়া (৫) ও মাঞ্জুবেন মানসিংহভাই। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুজরাটের গোধরায় বাস-ট্রাক সংঘর্ষে ৫ জনের প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ