মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে শনিবার যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। দুর্ঘটনায় দুটি যানেই আগুন ধরে যায় বলে এবিসি সংবাদ মাধ্যম জানিয়েছে। পুরনো ওই বাসটি ৩৪ জন যাত্রী নিয়ে জর্জিয়া অঙ্গরাজ্য থেকে রওয়ানা হয়েছিল। যাত্রীদের বেশিরভাগই ছিলেন খামার শ্রমিক। যাত্রীবাহী বাসটি ফ্লোরিডার পানহ্যান্ডল মহাসড়কে পৌঁছানোর পর ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শিশুসহ পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন। ওই দুর্ঘটনা সম্পর্কে ওয়াকুলা কাউন্টির শেরিফ চার্লি ক্রিল সংবাদ সংস্থা এপি’কে বলেছেন, ১৯৭৯ সালে নির্মিত পুরনো মডেলের বাসটি ট্রাকের পিছনে এসে ধাক্কা দেয়। ধাক্কা খাওয়ার পর এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ফের ট্রাকের গায়ে ধাক্কা খেয়ে সড়ক থেকে ছিটকে পরে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই শেরিফের লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেন। তারা বাসের ভিতরে আটকে পরা যাত্রীদের বের করে আনেন। এ কারণেই নিহতের সংখ্যা কম হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। ফ্লোরিডার হাইওয়ে পুলিশের টহলদার কর্মকর্তারা এর ঘটনার তদন্ত শুরু করেছে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।