Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে আবারো করোনার প্রকোপ, একদিনে মৃত্যু ৭৩৩

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ১০:৫২ এএম

ভারতে আবারও করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭৩৩ জনের। এর মধ্যে ৬২২ জনের মৃত্যু হয়েছে কেরালায়। গত কয়েক দিন ধরেই দক্ষিণের এই রাজ্যে মৃতের সংখ্যা অনেকটাই বেশি। এছাড়া মহারাষ্ট্র (৩৮), কর্ণাটক (১৩), তামিলনাড়ু (১২) এবং পশ্চিমবঙ্গে (১৫) মৃতের সংখ্যা বেশি। গতকাল বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৫৬ জন।
গত বুধবার সংখ্যাটা ছিল ১৩ হাজার ৪৫১। বুধবারের তুলনায় বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ২০ শতাংশ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৩১ হাজার ৮০৯ জন।
এদিকে কয়েকটি রাজ্য ছাড়া দেশের অধিকাংশ রাজ্যেই নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থিতি। কেরালায় ২৪ ঘণ্টায় একটু বেড়ে ফের সাড়ে নয় হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। মহারাষ্ট্রে অবশ্য তা দেড় হাজারের কম। তামিলনাড়ুতে হাজারের আশপাশে থাকলেও কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে তা ৫০০-র নিচে নেমেছে। সূত্র: আনন্দবাজার।



 

Show all comments
  • Shanto ২৯ অক্টোবর, ২০২১, ১১:৫৯ এএম says : 0
    প্রথমে আমি ভেবেছিলাম যে ভূয়া ভাইরাস হচ্ছে মানুষকে হত্যার জন্য জৈব অস্ত্র। কিন্তু এখন আমি বিশ্বাস করি নকল বিষাক্ত টিকা হচ্ছে আসল জৈব অস্ত্র। তাই WHO, সরকার এবং মূলধারার গণমাধ্যমগুলি ভুয়া ভ্যাকসিন মানুষ যাতে নেয় সে জন্য মানুষের মগজ ধোলাই করছে নানারকম নাটকের মাধ্যমে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ