Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম ইউনিসেক্স কনডম বানালো মালয়েশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ৮:৪৫ এএম

আগামী ডিসেম্বর থেকে কনডমটি টুইন ক্যাটালিস্টের ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন আগ্রহীরা। নারী ও পুরুষের উভয়ের ব্যবহারের জন্য ‘ইউনিসেক্স কনডম’ উদ্ভাবন করেছে মালয়েশিয়া। দেশটির একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই কনডম উদ্ভাবন করেছেন। নারী ও পুরুষ উভয়ই এই কনডম ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মালয়েশীয় ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞের দাবি, তার উদ্ভাবিত কনডমটিই বিশ্বের প্রথম ইউনিসেক্স কনডম। এটি এমন চিকিৎসা উপাদন দিয়ে প্রস্তুত করা হয়েছে যেটি শরীরে আঘাতের স্থানে মেডিকেল ড্রেসিংয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে।

ইউনিসেক্স কনডম উদ্ভাবনকারী ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞের নাম জন ত্যাং ইং চিনহ। তিনি দেশটির টুইন ক্যাটালিস্ট নামক একটি চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তার আশা, ওনডালিফ ইউনিসেক্স কনডম আরও ভালোভাবে জন্ম নিয়ন্ত্রণ নিশ্চিত ও ব্যবহারীদের যৌন স্বাস্থ্য নিরাপদে রাখতে ভালো ভূমিকা পালন করবে।

তিনি আরও জানান, আঠালো ওই আবরণটি কনডমের একটি দিকেই রয়েছে। যার অর্থ- এটি দু’দিক থেকেই ব্যবহার করা যাবে এবং নারী ও পুরুষ উভয়েই তাদের প্রয়োজন অনুযায়ী এটি ব্যবহার করতে পারবেন।

রয়টার্স বলছে, ওনডালিফের প্রতিটি বক্সে দু’টি করে কনডম রয়েছে এবং মালয়েশিয়ার বাজারে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪.৯৯ রিংগিত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১০ টাকা। মালয়েশিয়ার বাজারে সাধারণত এক ডজন কনডমের মূল্য ২০ থেকে ৪০ রিংগিতের (প্রায় ৪১২ থেকে ৮২৫ টাকার) মধ্যে হয়ে থাকে।



 

Show all comments
  • Parvez ৩০ অক্টোবর, ২০২১, ১১:৪৪ এএম says : 0
    আবিস্কার করার জন্য আর কিছু কি নেই ?
    Total Reply(0) Reply
  • salman ২ নভেম্বর, ২০২১, ৬:১৪ এএম says : 0
    Meye (Girl) ra aba'r ki vabe CONDOM bebohar kore??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ