Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুকে উস্কানিমূলক তথ্য : গ্রেফতার ১

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

সনাতন ধর্মাবলম্বীদের উত্তেজিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেয়ার অপরাধে খুলনায় উত্তম মজুমদার নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল বুধবার রাতে খুলনা মহানগরীর লবনচরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উত্তম মজুমদার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার অশোক নগরের অমল মজুমদারের ছেলে।

র‌্যাব জানায়, কুমিল্লার মন্দিরে অপ্রীতিকর ঘটনার সাথে বিভিন্ন উস্কানীমূলক তথ্য যোগ করে ফেসবুকে ছড়িয়ে দিয়ে সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্টের অপচেষ্টা করছিল উত্তম মজুমদার। সে নিজস্ব ফেসবুক পেজ এ বিভ্রান্তিকর ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তম সাইবার অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। উত্তম মজুমদার বরিশাল বিএম কলেজ থেকে এমএ সম্পন্ন করে খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করে আসছিলো। গত ১৩ অক্টোবর হতে উত্তম মজুমদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও পেজ থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য পোস্ট করে আসছিলো। সে নিজে ওই পেজের এডমিন এবং তার সমমনা আরও কয়েকজন ব্যক্তিকে এডমিন হিসেবে নিযুক্ত করে। ওই ফেসবুক পেজে পার্শ্ববর্তী দেশসমূহে ঘটে যাওয়া বিভিন্ন নৃশংস ঘটনার ভিডিও আপলোড করে জনমনে ভয়-ভীতি তৈরিসহ উস্কানি প্রদান করা হচ্ছিলো। অভিযুক্ত উত্তম মজুমদার প্রতিটি পোস্ট হ্যাশট্যাগ করে এই দেশকে একটি সা¤প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। গ্রেফতারকৃত আসামি উত্তম মজুমদারকে কেএমপি’র লবণচরা থানায় হস্তান্তর ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ