Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীরগঞ্জের ঘটনায় আরও একজন গ্রেফতার

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১:৫৪ পিএম

রংপুরের পীরগঞ্জের মাঝি পাড়ার হিন্দু পল্লীতে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় নজরুল ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে চার মামলায় গ্রেফতার হয়েছেন মোট ৭০ জন।

বুধবার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার চতরা এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি নিজে লোকজন ডেকে এনে হামলায় অংশ নিয়েছিলেন। হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, ঘটনার সময় তিনি লোকজনকে সঙ্গে নিয়ে এসে হামলায় অংশগ্রহণ করেন। পীরগঞ্জের সহিংসতার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে ৩টি এবং হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের একটি মামলায় দায়ের হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত মোট ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ